নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৯ প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ এপ্রিল) নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা চৌরাস্তা,ইতনা বাজার ও লক্ষীপাশা বাজারে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স মোস্তাক মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার টাকা, মেসার্স মধুমতি স্টোরকে ২ হাজার টাকা. মেসার্স শেখ আবুল স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স অনুপ স্টোরকে ৪০০ টাকা, মেসার্স শ্যামল স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স মুসলিম সুইটসকে ৫০০ টাকা, মেসার্স মাহাবুর ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা, মেসার্স ইয়াসিন স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স লিপ্টন স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়াকড়ি নজরদারি থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.