নতুনের গান
আব্দুস সাত্তার সুমন
নতুন দিনের গান ধরেছি
আয়রে সবাই আয়,
নতুন বছর আগমনে
উঠবি যারা নায়।
চলে যাবে গ্লানি যত
অশুভ যায় দূরে,
কল্যাণ আসুক আবার ঘুরে
গান ধরেছি সুরে।
চাঁদ, সূর্য নতুন কিরণ
আসবে নিয়ে ধরায়,
দক্ষিণা বাতাস বয়ে যাবে
বসুমতি ধারায়।
হিংসে, বিদ্বেষ যত কিছু
চাই না বাংলার ভবে,
নতুন বছর পদার্পনে
থাকবো মিলে তবে।
বিপদ, আপদ দূরে রবে
লাল সবুজের দেশে,
ভোরের আলো উদিত হয়
রহমতেরই ভেসে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.