বিনোদন প্রতিবেদক:
তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী সোনিয়া লাজুক। নিজের সৌন্দর্য দিয়ে শোবিজ অঙ্গনে দীর্ঘদিন আপন মহিমায় কাজ করে এগিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে দুইটি মিউজিক ভিডিওর শুটি সম্পন্ন করেছেন৷
নোয়াখালীর ভাষায় ও আর জান৷ এটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানী ঢাকার ধানমন্ডি ও দিয়াবাড়ি এরিয়াতে৷
তাছাড়া "আমার মনের ঘরে একটা পরী " শিরোনামের আরও একটা মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করেছেন। এমনকি কেশবতী কন্যা শিরোনামের আরেকটি মিউজিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন করেছেন।
গানটির কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। তিনটি মিউজিক্যাল ফিল্মেই কন্ঠ দিয়েছেন রাজীব আহমেদ। সোনিয়া লাজুক বলেন; তিনটি মিউজিক্যাল ফিল্মেই কাজ করে ভীষণ ভালো লেগেছে। আশা করব প্রচারে আসলে দর্শকদের ভীষণ ভালো লাগবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.