প্রেমা: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, চীনকে আরও শক্তিশালী সমাজতান্ত্রিক সংস্কৃতির দেশে পরিণত করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি ৭ জুন প্রথম ‘ফোরাম অন বিল্ডিং আপ চায়নাস কালচারাল স্ট্রেংথ’ শীর্ষক ফোরামে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এ কথা বলেন।
তিনি বলেন, নতুন সাংস্কৃতিক মিশন সফল করতে, জাতির সাংস্কৃতিক আত্মবিশ্বাস বাড়াতে, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নীতিতে অটল থাকতে, মৌলিক নীতিমালা সমুন্নত রাখতে, এবং গোটা জাতির সাংস্কৃতিক উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে, সবাইকে একযোগে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
সি চিন পিং আরও বলেন, সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য কাজ অব্যাহত রাখা, চীনকে সংস্কৃতিতে একটি অগ্রণী দেশ হিসেবে গড়ে তোলা, একটি আধুনিক চীনা সভ্যতা গড়ে তোলা, এবং সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচার করা অপরিহার্য।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.