বিনোদন প্রতিবেদক:
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে "দেনা পাওনা" নামের নতুন একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার। এটাই তার রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য অবলম্বনে প্রথম সিনেমা ৷সম্প্রতি গাজীপুরের হোতাপাড়ায় একটি শুটিং স্পটে শুটিংয়ে অংশ নেন তিনি। প্রথম অধ্যায়ের শুটিং শেষ হয়েছে৷ সিনেমাটিতে বড় বউ চরিত্রে অভিনয় করছেন ইরা শিকদার।
তার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা সাব্বির আহমেদ ।অক্টোবর মাসের ২৪ তারিখে রফিকুল ইসলাম খান পরিচালিত "কন্যা" সিনেমা মুক্তি পাচ্ছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরা শিকদার। নারী সংগ্রাম ও জীবনযুদ্ধ নিয়ে রচিত "কন্যা" সিনেমা আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে৷ ইরা শিকদার এর মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো "পুড়ে যায় মন" "ময়নার শেষ কথা" "মিলন সেতু" "বেগমজান" এবং "টোকাই"।শুটিং সম্পন্ন হয়েছে আরো ৩টি সিনেমার৷ ও মুক্তির অপেক্ষায় রয়েছে সেন্সর বোর্ডের ছাড়পত্র প্রাপ্ত সিনেমা "অন্তরে আছো তুমি"।
ইরা শিকদার এর আরেকটি সিনেমার শুটিং চলছে "বন্ধু তুই আমার" সিনেমার পাশাপাশি ইরা শিকদার প্রায় ৫০ টির কাছাকাছি টিভি নাটকে অভিনয় করেছেন...রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বউ চরিত্রে অভিনয় প্রসঙ্গে ইরা শিকদার বলেন, সাহিত্য অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে কাজ করে অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে৷ চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো...মিরন মহিউদ্দিনের চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা, চিত্রনায়ক ইমন, বড়দা মিঠু প্রমুখ
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.