জিএম জামাল
জীবন হারিয়েছে আয়ুষ্কাল
কেন যে কাঁদে না কারো মন,
নতুনের দিনে পূরন বিদায়
শুধু আজ ক্যালেন্ডার নবায়ন।
তেইশের তেতো আর প্রাপ্তি সব
আজকে মিলেমিশে একাকার,
নতুন দিনে ধুয়ে মুছে যাক
করি আশার তরী পারাপার।
হাসি কান্না দুঃখ-বেদনা
মিশে আছে সময়ের স্রোতে,
ভাটির টানে হারিয়ে গেছে
ফিরে আসবে না কোনমতে।
নতুন বছরে খুশির জোয়ার
সবাই আনন্দে করি যা তা,
জীবন হারালো একটি বছর
কেনো যে করি না হালখাতা।
পশ্চিমা সভ্যতার আদলে
নববর্ষ করি উদযাপন,
বাঙালিয়ানার সকল কৃষ্টি
সমূলে দিয়েছে নির্বাসন।।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.