ডেস্ক রিপোর্টঃ রাজধানীর নয়াপল্টনে বুধবার বিএনপির সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় ৫৫৩ বিএনপি নেতাকর্মী এবং অজ্ঞাতপরিচয় ২৪০০ জনের বিরুদ্ধে শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন থানায় তিনটি মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য জানান।
এ ঘটনায় এ পর্যন্ত পাঁচশ’ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নয়াপল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ৪৫০ জন, মতিঝিল থানার মামলায় ২০ জন এবং শাহজাহানপুর থানার মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.