নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে পার্কিং করা জিএম ট্রাভেলস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটির আসনসহ অধিকাংশ পুড়ে যায়।
সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ অগ্নিসংযোগ করা হয়। ওই ফিলিং স্টেশনের মালিক নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
ফিলিং স্টেশনে রাতের শিফটে থাকা কর্মচারী নাজমুল হোসেন জানান, তাদের ফিলিং স্টেশনে জিএম ট্রাভেলস ও আর কে আর পরিবহনের ১০টির মতো বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ৪টার দিকে পেছনে পার্কিং থাকা জিএম ট্রাভেলসের একটি বাস থেকে ধোঁয়া দেখা যায়। সেখানে এগিয়ে যেতেই আগুন ধরে যায়। নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ওই বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তার ধারণা, দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পেছনে কলাবাগান দিয়ে এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.