নীলফামারী প্রতিনিধি
স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল তিনটার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নীলফামারী জেলা শাখার সভাপতি আনোয়ারা খাতুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিমন ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, নার্সিং ইনস্ট্রাক্টর নিতীশ রায়, নার্সিং সুপারভাইজার মির্জা আকতার বানু ও বাদশা আলমগীর, সহকারী পাবলিক হেলথ নার্স সুমাইয়া খানম প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় ৪৮ বছরের ঐতিহ্য, অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় নার্সিং প্রশাসন দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই দীর্ঘ ইতিহাস ও সেবার ধারা উপেক্ষা করে নার্সিং অধিদপ্তরকে অন্য দপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ অযৌক্তিক ও অমঙ্গলজনক। তারা অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, নার্সিং প্রশাসনের স্বাধীন কাঠামো বজায় রাখলে স্বাস্থ্যখাতে নার্সদের পেশাগত উন্নয়ন, মানসম্মত সেবা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হবে। তাই সরকারকে এ বিষয়ে সচেতন ও সুবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.