মো:নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, কোর্সকে ডিগ্রী পাস করার দাবিতে আজ সোমবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং ইনস্টিটিউট রাঙ্গামাটির সকল বর্ষের নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন নার্সগণ।
মানবন্ধনে একদফা দাবী হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রীতে রূপান্তর করতে হবে।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন যে এইচএসসি পাস করে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এ্যান্ড মিডওয়াইফারি কোর্সে অধ্যায়ন করার সূযোগ পায় লক্ষ শতাধিক শিক্ষার্থী কিন্তু তিন বছর মেয়াদি কোর্সসহ,৬মাস ইন্টার্নশীপ এবং কমপ্রিহেনসিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পুনরায় এইচএসসি মর্যাদা দেয়া হয় উক্ত কোর্সকে।উপস্থিত শিক্ষার্থীদের দাবী একটাই আমরা আমাদের শিক্ষাজীবন থেকে উচ্চশিক্ষা মর্যাদার প্রায় ৪বছর এবং সেবাদান এর মত মহান পেশায়জড়িত হয়েও কেন এইচএসসি পাশ করেও পুনরায় এইচএসসি সমমান হবে।আমাদের ডিগ্রি সমমান দেয়া হোক।
এর আগে ১দফা দাবিতে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে এসে শেষ হয়। পরে জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধনে মিলিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) রাঙামাটি শাখার পক্ষ হতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.