মো: নাজমুল হোসেন ইমন
স্টাফ রিপোর্টার
মার্কিন যুক্তরাষ্ট্রর মহাকাশ গভেষণা সংস্থা (নাসা) কর্তৃক বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন নাসা স্পেস এপস চ্যালেন্জ ২০২৩ অনুষ্ঠিত হয় গত (৬-৭) অক্টোবর। হ্যাকাথনটি ৩৬ ঘন্টা ব্যাপী চলে। এবারের হ্যাকাথনে বরিশাল জোন থেকে চ্যাম্পিয়ন পজিশন অর্জন করে ড্যাফোডিল এবং ব্রাক ইউনিভার্সিটির যৌথ টিম "দা টাইটানস"। বাংলাদেশের লোকাল পর্যায়ে এই হ্যাকথনটি আয়োজন করে বেসিস। বাংলাদেশের ৯ টি বিভাগীয় জোনে ভাগ করে ২১০ টি টিমের মধ্য ভার্চুয়াল এবং অফলাইনে এই হ্যাকাথনটি অনুষ্ঠিত হয়। নাসা থেকে পূর্ব নির্ধারিত কিছু চ্যালেন্জ দেয়া হয়ে থাকে এবং প্রতিযোগীরা সেই চ্যালেন্জগুলো থেকে তাদের সলিউশন বের করে থাকে এই হ্যাকাথনে। এই টিমটি এবার Titan City 3023 চ্যালেন্জের অধীনে অংশগ্রহণ করে এবং একটি ইন্টারেক্টিভ গেমস বানায় যা ভবিষ্যতের জেনারেশনকে উদ্বুদ্ধ করে। চূড়ান্ত যাচাই বাচাইয়ের পর ৭ তারিখ সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত থাকেন বাংলাদেশ সরকারে শিক্ষামন্ত্রী ড.দিপু মনি। অসংখ্য টিমকে পেছনে ফেলে টিমটি এখন বিশ্ব চ্যাম্পিয়ন হবার একধাপ এগিয়ে গেলো। পরবর্তীতে সারাবিশ্ব থেকে যাচাই বাচাইয়ের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
উক্ত টিমের সদস্যরা হলো :
লিড : সৈকত কুন্ডু আকাশ,
ইউ এক্স ডিজাইনার : আদ্রিতা পাইন,
ডাটা এনালিস্ট : আসিফুল হক
সিস্টেম আর্কিটেক্ট : ওয়াহিদুজ্জামান নাইম
ডেভলপার : শরীফ মোহাম্মদ মিনহাজ,
রিসার্চার : মিথীলা জামান প্রিয়াসা
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.