সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ তাহের মিয়া উপজেলার নুরপুর (লাহাজোড়া) গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে এস আই দয়াল চন্দ্র ভৌমিক ফুলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।
সে গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-২৬ তারিখ ২৯ নভেম্ভর ২০১২ মূলে জি আর-২৮১/১২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
রাজবাড়ি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ গত বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১),২০(খ) ধারায় তাকে মাদকের একটি মামলায় যাবৎ জীবন কারাদণ্ড দেন। তাহের ২০১২ সালে গাড়িতে করে মাদক বহনের সময় রাজবাড়ী পুলিশের কাছে গ্রেপ্তার হন।
এস আই দয়াল চন্দ্র ভৌমিক জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.