মো: ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার পূর্ণ গ্রামের (কোনা বাড়ী) মৃত সৈয়দ আহম্মেদ এর ছেলে মো: গোলাম মোস্তফা দীর্ঘদিন যাবত নিজের বসত ভিটায় ঘর তোলার চেষ্টা করে ও প্রতিবেশী আবু ছিদ্দিক গংদের বাধার মুখে পারছেননা।
জানা গেছে, গোলাম মোস্তফা তার পৈতৃক ভিটার পাশেই ওই আবু ছিদ্দিক গংদের বাড়ি, তারা গোলাম মোস্তফার কাজে সম্পত্তি পাবে দাবি করে এরকম জুলুম নির্যাতন করেন। এ বিষয়ে সমাধানের জন্য ইউপি চেয়ারম্যান সহ স্থানীয়রা একাধিকবার চেষ্টা করে ও আবু ছিদ্দিক গংদের মারমুখী আচরণের কারণে ব্যর্থ হয়েছে। স্থানীয়রা জানায়, আবু ছিদ্দিকের পাঁচ ছেলে শাজাহান, হাবিব, ইয়াকুব আলী, ইয়াছিন, নূরুল্লাহ ও তার স্ত্রী আরজুদা মিলে সাতজন। আর গোলাম মোস্তফা একা। (তার একজন ভাই আছে, সে দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী)। এটাই হচ্ছে আবু ছিদ্দিকের বড় শক্তি। ২০০৬ সালের ৪ জুলাই মোস্তফা ঘর করতে গেলে আবু ছিদ্দিকরা তাকে মেরে মাথা পাটিয়ে দেয়। সেই মামলায় ছিদ্দিকদের সাজাও হয়। তারা কাউকেই মানেন না। ইউপি চেয়ারম্যান সহ স্থানীয়রা আবু ছিদ্দিকদের অনেকবার বলেছেন, তোমরা জমি পেলে উপযুক্ত কাগজপত্র নিয়ে বসো, কিন্তু ছিদ্দিকরা কোনো কথাই শুনেন না। বর্তমানে গোলাম মোস্তফা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.