রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও তাদের পুরোনো দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এতে বলা হয়, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।
[caption id="attachment_37917" align="alignnone" width="545"] 'নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত'[/caption]
২০০৮ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ নম্বর দল হিসেবে ইসির নিবন্ধন তালিকাভুক্ত হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি।
এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দলটির প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করে ইসি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.