নওগাঁর নিয়ামতপুরে অটো বোরাকের ধাক্কায় রহিমা (০৫) নামে এক শিশু নিহত হয়েছেন।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে দাদির কাছে আসার জন্য রাস্তার অপরদিক থেকে রহিমা রাস্তা পার হচ্ছিল। এমন সময় গাবতলি বাজারের দিক থেকে আসা বোরাক রহিমাকে ধাক্কা দিয়ে বোরাক রেখে পালিয়ে যায় ড্রাইভার। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান রহিমা।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। নিহত শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটো বোরাকটি থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি, করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.