নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম দিবস‘ পালিত হয়েছে। "মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বুধবার বিকালে নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব ভবনে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শাহজাহান শাজু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদ, প্রেসক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, কার্যকরী সদস্য রেজাউল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক সরকার শাহ আলম, অর্থ বিষয়ক সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য নাজমুল হক, মাসুদ রানা, জাকির হোসেন, রাশেল রানা, রকিবুল হাসান, রনজিত মিনজ
সভায় বক্তারা সকলকে মানবিক অধিকার অক্ষুন্ন রেখে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, স্বাধীন দেশে মুক্ত চিন্তার আলোকে মত প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.