মোঃ মাসুদ রানা, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের টাকা না পেয়ে এক মাস ধরে এক গৃহবধূকে ঘরছাড়া করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়ে সাদিয়া (১৯) এর মা শাহনাজ বাদী হয়ে তাঁর জামাই মাসুদ রানা (২২) ও মেয়ের শশুর আনিসুর রহমান ও শাশুরী মনোয়ারা (৪০) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
ওই গৃহবধূর নাম সাদিয়া খাতুন(১৯)। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী গ্রামের সামিউল হোসেনের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২ বছর আগে সাদিয়ার সঙ্গে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী গ্রামের আনিসুর রহমানের ছেলে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। টাকা দিতে অপারগতা জানালে মারধর করে সাদিয়াকে প্রহার করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
সাদিয়া জানান, বিয়ের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। যৌতুকের ১ লক্ষ ৫০ হাজার টাকা দিলেও বাড়তি টাকার জন্য চাপ দিতে থাকে। পরে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বেধড়ক মারধর করা হয়। সেই সঙ্গে তালাক দেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।
সাদিয়ার মা শাহনাজ বলেন, আমার মেয়েটাকে তারা শেষ করে ফেলেছে নির্যাতন করে। যখন প্রতিবেশীর মুখে শুনেছি আমার মেয়েকে মারধর করে বাড়িতে ফেলে রেখেছে। তখন উদ্ধার করে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপর থেকে মেয়ে আমার বাড়িতে রয়েছে।
সাদিয়ার স্বামী মাসুদ রানা বলেন, আমি যৌতুকের কোন টাকার চাপ দেয় নি। আমার ছেলেকে দেখতে না দেওয়ায় কোর্টে একটি মামলা করেছি।
এ নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আমি থানায় নতুন এসেছি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.