সেন্টু রঞ্জন চক্রবর্তী
নির্বাচনের ঢাকী যতো
বাজায় ঢাক ইচ্ছে মতো
নতুন নতুন বাহারে,
হেমিলনের বংশী বাদক
বেশ ভূষণে বাউল সাধক
সুর ধরে কি আহারে।
নেতার প্রেমে ভোটার পাগল
নাচে লাফায় যেমন ছাগল
দানাপানি থাক বা থাক পেটে,
অসৎ লোকের বন্দনাতে
মাতে মাতায় দিনেরাতে
অবশেষে উল্টুটা ঠিক জোটে।
তবুও মানুষ ছুটে বেড়ায়
পথের মাঝে পথটি হাড়ায়
ভোটের পরে ব্যর্থ প্রেমিক যতো,
সব দিয়েও পায়না কিছু
ভুলের ভারে মাথা নিচু
ঘুরে ফিরে আধপাগলের মতো।
কোনো কথা কয়না মুখে
কষ্ট হাজার জমিয়ে বুকে
দিনে রাতে মাসুল গুনে ভুলের,
না দেখে খায় পান রসিকে
ঠোঁট রাঙিয়ে পানের পিকে
জিহ্ববা পুড়ে দোষ চেপে দেয় চুনের।
(আগরতলা ০৫/০২/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.