মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রাক্টর ভাড়ার পাওনা টাকাকে কেন্দ্র করে আ: রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর (৪০) কুলিয়ারচর উপজেলার হাজারীনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০ই সেপ্টেম্বর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মানিক মিয়ার কাছে ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ দেয়া বাবদ আ. রাজ্জাকের টাকা পাওনা ছিল। রোববার রাত ৯টার দিকে মানিক মিয়ার বাড়িতে পাওনা টাকা আনতে যান আ. রাজ্জাক। টাকা দেয়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে মানিক ও তার লোকজন পিটিয়ে গুরুতর আহত করে রাজ্জাককে। স্থানীয় লোকজন আহত অবস্থায় নরসিংদী জেলার বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর নিহত রাজ্জাকের ছেলে মো: শিপন মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় ১১ জনের নামোল্লেখ ও অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এজহারনামীয় ৪ নং আসামি মোঃ মোক্তার মিয়া, ১০ নং আসামি মনির মিয়া ও ১১ নং আসামি মিজান মিয়া বিজ্ঞ হাইকোর্ট থেকে জামিন নিলেও অন্য আসামিরা পলাতক ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নং এজহারনামীয় আসামি আলমগীরকে গ্রেপ্তার করতে নারায়ণঞ্জ, ঢাকা, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কুলিয়ারচর থানা পুলিশ। পরে বুধবার (০৪ অক্টোবর) দুপুরে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে তাকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.