নীলপদ্ম
কবি মাহিন মুর্তাজা
নীরিক্ষার কল্যাণে পেলাম সখির দর্শন
হঠাৎ করে হিয়ার কোণে হলো প্রেমের বর্ষন।
থমকে গেল ধরা এবার সখির আগমনে
শুভলগ্নের আবাস দিল সখি, প্রেমের চয়নে।
দখিনা বাতাসে ভেসে এসেছিল, তোমার কেশের মাতাল গন্ধ
তখনই হঠাৎ সংকেত এলো,প্রেমের কারাগারে আমি পুরোপুরি বন্ধ।
হরিণী চোখে তাকিয়ে ছিলে যখন, মাতাল হাসি হেসে
তখনই আমি বুঝতে পারলাম, প্রেমেতে এবার গিয়েছি ফেঁসে।
মায়া করে হিয়ার কোণে অংকিত হলো এক রূপবতী পদ্ম
মাতাল বেশে নিবেদন করছি, ভালোবাসি নীলপদ্ম।
তোমার বক্ষে বরাঙ্গ সঁপে , হারিয়ে যেতে চাই অজানায়
প্রয়াণ কালেও আটকে যেতে চাই, তোমার অপরুপ চাহনির মুগ্ধতায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.