উজ্জল, নীলফামারী
নীলফামারীতে মোছাঃ বাবলী আক্তার (২৫) নামের ভিসা প্রতারকচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার অনলাইন ভিসা প্রতারণার শিকার ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কুমারপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩১) ৩৫ লক্ষ ৭০ হাজার টাকা অনলাইন প্রতারণার শিকার হওয়ার বিষয়ে অভিযোগ করেন।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে নীলফামারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত অনলাইন ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোছাঃ বাবলী আক্তারকে গ্রেফতার করেন।
সে নীলফামারীর নতিব চাপড়া ফয়েজ পাড়ার মোঃ বাবুল হোসেন ও মোছাঃ তহুরা বেগম এর মেয়ে।
জানা গেছে, বাবলীর সহায়তায় প্রতারণার মাধ্যমে বাদীর নিকট হইতে কানাডিয়ান ভিসা দেবার নাম করে বিকাশ ও নগদ সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ৩৫ লক্ষ ৭০ হাজার টাকা গ্রহন করিয়াছেন মর্মে স্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.