নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী শহরের মদিনা ডায়াগনষ্টিক ক্লিনিক থেকে ফারুক হোসেন রুবেল নামের এক ভূয়া নিউরো সার্জনকে ১বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড
দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক রিয়াজ উদ্দিন আহমেদ। সেই সাথে ওই ক্লিনিক সিলগালা করে সাজাপ্রাপ্ত ফারুক হোসেন রুবেলকে জেলা কারাগারে
পাঠানো হয়েছে।
ফারুক হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অফিসার। কিন্তু তিনি ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো বিভাগের ডা. রবিউল ইসলামের নাম ও পদবী ব্যবহার করে রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছিলেন। ডা. রবিউল ইসলামের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে স্বাস্থ্য বিভাগ ও
প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ, অভিযোগের প্রেক্ষিতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফারুক হোসেন
রুবেল নামের একজনকে ৫০হাজার টাকা অর্থদন্ড ও ১বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি অন্যের নাম ও পদবী ব্যবহার করে রোগী দেখছিলেন। এছাড়াও ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দিয়ে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.