নেত্রকোনার ভাইসাব
মনিরুজ্জামান হীরা
কেন্দুয়া, নেত্রকোনা
ঠাডাহুড়া রইদের মাইধ্যে
গোল্লার পুটলা লইয়্যা,
আতকা হুনি ডাকতাছে ঐ
আমার নামডা কইয়্যা।
ছাইয়্যা দেহি ভাইসাব আইছুইন
বইতে দিছি মোরা,
খাইতে দিছি নাইরহল খুঁইড়রেয়্যা
আল্লোয়া চাউলের গুড়া।
উখের মিডেয়ার শরহত দিছি
গাছের লেম্বু চিপ্যা,
ফানহা দেইক্যা কাঁডল ফারছি
নিজের আতে টিপ্যা।
চাউলের ফাহির রুডি দিছি
দেশি মুরগি রাইন্দেয়্যা,
কালহর লাইগ্যা ফালের বহরি
রাখছি ধইরেয়া বাইন্দেয়্যা।
ভাইসাবের খুব প্রিয় খাওয়ন
লাইট্যা মাছের ভর্তা,
হিদল হুটকি না থাকলে তার
খাওয়ায় অয়না হর্তা।
খাওনের পরে ভাইসাব আমার
পানের বাডা লইয়্যা,
খয়ার জদ্দা চুন মাহাইয়্যা
পান চাবাইবো বইয়্যা।
রসের রসের কথা কইয়্যা
হা-হা- কইরা হাসবো,
রূপকথার সব গল্প কইয়্যা
তেপান্তরে ভাসবো।
সাদাসিধা ভাইসাব আমার
হাস্যরসে ঘেরা,
নেত্রকোনার ভাইসাব যারা
সব বেডাইন্তের সেরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.