নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ.এম.ইব্রাহিমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পার্শ্ববর্তী লক্ষীপুর জেলা ও উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন থেকে একদল অস্ত্রধারী যুবক মল্লিকা দিঘীর পাড়ে অবস্থান নিয়ে মিছিল করে। সেখান থেকে ২৫-৩০টি মোটরসাইকেল ও ৩টি মাইক্রোবাস যোগে ৭০-৮০জন যুবক বিএনপি ও জামায়াতের স্লোগান দিয়ে এমপি ইব্রাহীমের বাড়িতে যায়। পরবর্তীতে তারা সেখানে দ্বিতল বাসভবনে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় ইব্রাহীম বাড়িতে ছিলনা। হামলাকারীদের মধ্যে বেশ কিছু যুবক মুখোশ পরা ছিল। পরে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করেন।
যোগাযোগ করা হলে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফ বলেন, হামলাকারীরা অস্ত্রধারী ছিল। হামলাকারীরা লক্ষীপুর জেলা থেকে মাইক্রো করে এসে এমপির বাড়িতে হামলা চালায়। আমার দল এই ধরনের হামলা সমর্থন করেনা। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.