স্টাফ রিপোর্টারঃ
জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও যুবলীগ নেতা এম.ডি.এন.মাইকেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান। ইতিমধ্যে তিনি দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এম.ডি.এন.মাইকেল জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন দাবি কমিটির আহ্বায়ক তিনি বলেন এই কমিশনের মূল বিষয় হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পিছনে জড়িতদের খুঁজে বের করার জন্য একটি নিরপেক্ষ জাতীয় কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়নের দাবি নিয়ে বিগত কয়েক বছর থেকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধন করে আসছি । তিনি সোনাইমুড়ী উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের হাসান পুর গ্রামের সন্তান। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একজন সক্রিয় কর্মী। তিনি ৮নং সোনাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় স্কুল শাখা ছাত্রলীগ সভাপতি,আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।তিনি আরো বলেন এক এগারো সেনা সমর্থিত সরকারের সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার মুক্তি আন্দোলনে জনজাগরণ সৃষ্টি ও গণ স্বাক্ষর কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করি।এছাড়াও ১৯৯১-১৯৯৫ ও ২০০১-২০০৭ বিএনপি-জামায়াতের জোট সরকারের সময় বেশ কয়েকবার কারাবরণ ও নির্মম নির্যাতনের শিকার হয়েছি।এম.ডি.এন.মাইকেল বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে নোয়াখালী-১ আসনে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আলোকিত চাটখিল-সোনাইমুড়ী গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালাবেন।এক্ষেত্রে নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকার বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তিনি সবসময় নিবেদিত বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.