মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে চান্দপুর গালিম কার বাগ গাউছিয়াপাড়ায় প্রতিবারের মতো বর্ষার মৌসুমে বিক্রি করছেন নৌকা। হাজী মোহাম্মদ কলম উদ্দিন নিয়মিত নৌকা বানান। বিভিন্ন অঞ্চল থেকে ভীড় জমাচ্ছেন কলম উদ্দিনের নৌকা নিতে।
ক্রেতারা বলছেন, আমরা প্রতি বর্ষা মৌসুমে এই হাজী মোহাম্মদ কলম উদ্দিনের কাছ থেকে নৌকা নিয়ে যাই। এই নৌক আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। বিক্রেতা কলম উদ্দিন বলেন, আমি ২০০১ সাল থেকে এই নৌকা বানাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। গ্রামে কৃষি কাজ করতাম, অভাব অনটনে দিন কাটতো, পাশাপাশি আমি পাড়ায় পাড়ায় মানুষের ঘরে সানি দিতাম। এলাকাবাসী আমাকে ভালোবেসে বলেন, আমাদেরকে একটা নৌকা বানায়া দেন। এখান থেকে ধীরে ধীরে আমি নৌকা বানানো শুরু করি। আমার লাভ হইত ৮০০ টাকা। নৌকা বানাইয়া আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে ভালো ভাবে দিন যায়। অল্প অল্প টাকা জমিয়ে আমি মক্কায় হজ করতে যাই ২০১৯ সালে।
নৌকা ক্রেতা মোঃ সাইফুল মিয়া বলেন, আমি একটা নৌকা নেই ২০১৭ সালে। এখনো নৌকা ভালভাবে ব্যবহার করতে পারি। মোহাম্মদ আলতাব উদ্দিন বলেন, ২০১৩ সালে আমরা একটা নৌকা প্রতিযোগিতার জন্য অর্ডার দিয়া বানাই হাজী মোহাম্মদ কলম উদ্দিন এর কাছ থেকে। এই নৌকাটি নিয়ে আমরা বিজয় লাভ করি এবং হাজী মোহাম্মদ কলম উদ্দিনকে আমরা সম্মাননা করি একটি হাত ঘড়ি দিয়ে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.