স্টাফ রিপোর্টার
ন্যাশনাল ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন জাকারিয়া তাহের সুমন।
সম্প্রতি পরিচালনা পর্ষদের ৫০৫তম সভায় ন্যাশনাল ব্যাংকের নব গঠিত পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়। এ কমিটির চেয়ারম্যান হয়েছেন পরিচালক জাকারিয়া তাহের সুমন।
জাকারিয়া তাহের বাংলাদেশের একজন স্বনামধন্য উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি টিএস হোল্ডিংস, পূর্বাচল ড্রিলার্স এবং টিএস প্যাকেজিং-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। উপরন্তু, তিনি আরমানা লিমিটেড, আরমানা অ্যাপারেলস, আরমানা ফ্যাশন, আরম্যাক লজিস্টিকস, ডেনিম্যাক লিমিটেড, ডেনিম্যাক ওয়াশিং, জিতা অ্যাপারেলস এবং জিন্স কালচার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাকারিয়া তাহের যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করে ব্যবসার হাল ধরেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.