যশোর জেলা প্রতিনিধি : নড়াইলে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের মামলার মুল আসামি রিপনসহ দুইজনকে আটক করেছে র্যাব।
নড়াইল জেলার লোহাগড়া থানাধীন হান্দলা গ্রামের ভিকটিম বাবুল শেখ এর দীর্ঘ দিন ধরে তার চাচাতো ভাইদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। ভিকটিম বাবুল শেখ এর দাগের জমির এবং আসামী দের দাগের জমি পাশা পাশি থাকার কারনে ভিকটিমের নিজের সিমানার আইলে লাগানো তালগাছটি কিছু দিন ধরে ২ নং আসামী রিপন শেখ সহ অন্যান্য আসামীরা নিজেদের বলে দাবী করে আসছিল। দীর্ঘ দিন বিরোধ চলার কারনে ভিকটিম বাবুল শেখ স্থানীয় গন্য মান্য ব্যক্তিদের নিয়ে উভয়ের জমি মাপ দিলে উক্ত তালগাছটি ভিকটিম বাবুল শেখ এর অংশের ভিতরে পড়ে। ২নং আসামী রিপন শেখ সহ অন্যান্য আসামীরা তা অস্বীকার করে এবং তালগাছটি নিজেদের বলে দাবী করে। ১০ জুলাই ২০২৩ খ্রী: স্থানীয় গন্য মান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিশ বসে। উক্ত শালিশে উভয়ের জমি জমার কাগজপত্র খতিয়ে দেখার পর শালিশে উক্ত তালগাছটি ভিকটিম বাবুল শেখের মর্মে রায় ঘোষনা করে। ১ ও ২ নং আসামী সহ সকল আসামীরা উক্ত রায় অমান্য করে। পরবর্তিতে আসামীগন ১১ জুলাই ২০২৩ তারিখ ০৯.৩০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক তালগাছটি কাটতে গেলে ভিকটিম বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে ২নং আসামী রিপন শেখ ভিকটিমের বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় ভিকটিম চিৎকার করলে তার ছোট ভাই হিরু শেখ সহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আসামীগন পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। একটি তালগাছের জন্য চাচাতো ভাইয়ের হাতে নিষ্ঠুর ভাবে নিহত হওয়া ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।
র্যাব -৬ কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ঘটনার পর থেকেই র্যাব-৬ সিপিসি -৩ যশোর ক্যাম্পের একাধিক টিম উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই ২০২৩ তারিখ রাতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা এবং ডিএমপি ঢাকার মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মূলহোতা মৃতআজমল শেখের পুত্র রিপন শেখ (৪৫) ও তার সহযোগী মুরাদ শেখ (৪০) কে ব্রাম্মনডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামীকেদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নড়াইল জেলার লোহাগড়া থানার নিকট হস্থান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.