মোঃ ময়নুল ইসলাম, পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের সোনার বান গ্রাম এর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে পরকীয়া প্রেমিক প্রেমিকাকে আটক করেছে স্থানীয়রা।
শনিবার দুপুরে প্রেমিক শাহরিয়ার হোসেন (২৪) কে সোনারবান আশ্রয়ণ প্রকল্পের আরসু রায় এর (২৩) ৯নং ঘর থেকে আটক করা হয়।
স্থানীয় বাবুল হোসেন বলেন, দুপুরে কয়েকজন মহিলার কথা মত হিন্দু ধর্মের আরসু রায় এর ঘরে ছেলে প্রবেশ করেছে বলে জানা যায়। আমি গিয়ে ঘরের দরজায় নক দিলে কোনো রকম আওয়াজ শোনা যায়নি। পরে স্থানীয় এক জন মহিলা আরসু রায় কে ডাকাডাকি শুরু করলে। ভিতর থেকে বলছে কেউ নাই। তবে মহিলা ভিতরে প্রবেশ করলে যুবক কে দেখতে পায়। পরে। ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ ছুটে আসে। স্থানীয় কয়েকজন মিলে অমর খানা ইউনিয়ন পরিষদে আটককৃতদের কে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে থেকে জানা যায়, শাহরিয়া প্রায় দুই বছর যাবত মেয়েটির সাথে শারীরিক সম্পক করে আসছেন। এর আগে ও ছেলেটিকে ধরা হয়েছে বলে জানান।
অভিযুক্ত আরসু রায় (২৩) এর একটি ছোট্ট ছেলে রয়েছে। প্রথম স্বামী তাকে ছাড়ে দেয় বলে জানা যায়। আরসু রায় বলেন, আমার সাথে ২বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় আমাকে প্রয়োজনীয় বাজার এনে দিত। তিনি আরও বলেন আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ে না হলে আমি আত্মাহত্যা করবো। আমি সমাজে কিভাবে মুখ দেখাবো। আমি মসলমান হবো।
আরসু রায় এর মা বলেন, আমি এই মেয়ে কে বাড়িতে রাখবো না। এমন কি তাকে মেয়ে বলে স্বীকার করবো না।
অভিযুক্ত শাহরিয়া হোসেন বলেন, আমি মোবাইল ফোনে যোগাযোগ করতাম। আজকে আমাকে ঘরে আসতে বলছে। আমার বউ বাচ্চা আছে। শাহারিয়া হাঁড়িভাষা ইউনিয়নের ইয়ারপাড়া গ্রামের তছলিম পাইকারের এর ছেলে।
অমর খানা ইউপি সদস্য ইকরামুল হক বলেন, সন্ধায় অমর খানা ইউনিয়ন পরিষদে দুজনকে রাখা হয়েছিল। রাতে পঞ্চগড় সদর থানায় নিয়ে যাওয়া হয়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচার হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.