প্রেস রিলিজ
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকাসহ ৩ জন আটক।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ২টা হতে সকাল ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় ৩২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ৪,৬৪৫ কেজি জাটকাসহ বাস চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পটুয়াখালী এর উপস্থিতিতে নিষিদ্ধ জাটকা পরিবহন করার অপরাধে বাস চালককে ০৮ মাস, সুপারভাইজার ও হেলপারকে ০৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে বাস সহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত জাটকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পটুয়াখালী এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বরেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.