মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
নওগাঁর পত্নীতলা পত্নীতলা সীমান্ত এলাকা থেকে পাথরের ভাঙ্গা মূর্তি উদ্ধার করা হয়েছে।
শনিবার ০৩ মে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫৭/৩-আর হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জিআর-৭১৩৮৪৮, মানচিত্র-৭৮সি/১২ নলপুকুর নামক স্থানে পুকুরে মাছ ধরার সময় ০১টি পুরোনো ভাঙ্গা কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়।
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী বিজিবি’কে অবগত করলে উক্ত স্থানে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় কষ্টি পাথরের মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে নজিপুর জুয়েলারী সমিতি কর্তৃক পরিক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে, মূর্তিটি কষ্টি পাথর নয়। উক্ত উদ্ধারকৃত পাথরের মূর্তির ওজন ১.৬৬০ কেজি যার সিজার মূল্য- ৮৩,০০০ (তিরাশি হাজার) টাকা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.