মোঃ মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লা নগরীর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে অবৈধ স্থাপনা ও সিএনজি স্ট্যান্ডের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
শুক্রবার পদুয়ারবাজারে এ অভিযান পরিচালনা করে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দু'পাশে অবৈধ দোকানপাট ও সিএনজি স্ট্যান্ড গড়ে উঠায় দীর্ঘ যানজট লেগে থাকে সড়কের উপরে পাশে এতে জনগণের চরম ভোগান্তি ছিল সাধারণ মানুষের কষ্টের শেষ ছিলনা। কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশক্রমে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আবুবকর নামের এক যাত্রী বলেন, আমি প্রায় এ সড়কে যাতায়াত করে থাকি। সবাই মাঝে মাঝে অভিযান করলেও পরে দেখা যায় আগের মতো সবাই গাড়ি পার্কিং ও দোকান নিয়ে বসে যায়।
পদুয়ার বাজার এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, বিশ্বরোডে প্রতিদিন যানজট লেগেই থাকে। এ যানজট থেকে জনগণ পরিত্রাণ পেতে চায় হাইওয়ে পুলিশের অভিযানটি অব্যাহত থাকলে আশাকরি এখানে যানজট সৃষ্টি হবেনা।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুরশেদ আলম বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কয়েকটি পয়েন্টে অবৈধ স্থাপনা সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছিলো। আমাদের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে জনগণের যাত্রা পথে যাতে কোন ভোগান্তি না হয় তার জন্য আমাদের অভিযান অব্যহত থাকবে। এখন থেকে ফুটপাতে আমরা কাউকে বসতে দেবনা। এ সড়কটিতে শীগ্রই সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আমরা সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চাই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.