রিয়া আক্তার জাজিরা (শরিয়তপুর)
জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে নাওডোবা টোল প্লাজার পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত দুইজন।
শনিবার ২ আগস্ট আনুমানিক রাত ১০:৩৫ মিনিটে একটি মোটরসাইকেল জাজিরার পদ্মাসেতু পার হয়ে ভাঙ্গাগামী রাস্তায় যাওয়ার পথে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ঘটনাস্থলেই দুইজন প্রান হারায়। পরে পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মোহাম্মদ আলী অন্তু(২৬) পিতা: গোলাম কিবরিয়া গ্রাম: সাভার হেমায়েতপুর। অপরজন নিহত ব্যক্তির পরিচয় এখনও সম্পূর্ন পাওয়া যায়নি। পুলিশ জানায়, অপরজন নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.