মোঃ বিশাল উদ্দিন, পবা (রাজশাহী)
রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মো. রকি (২২) নামের যুবকের বিরুদ্ধে এই অভিযোগ, যিনি আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে। রকি মাদকসাক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।
তারা জানান, রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাইছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েকদফা তার ফুফুর গলায় ছুরি চালান। ফলে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করেন। তবে রকি পালিয়ে যান।
এলাকার লোকজন জানান, রকি মাদকাসক্ত ছিলেন। কোনো কাজ করতেন না। এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আর নিহত আফি খাতুন অন্যের বাড়ির গৃহপরিচারিকার কাজ করে চলতেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার সাথে সম্পৃক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.