এরশাদুল হক, ভ্রাম্যমান প্রতিনিধি
রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৯ আগস্ট ) রাত ১১টায় পৌর শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে ট্রাফিক পয়েন্টে এসে নেতাকর্মীরা এই হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ভিপি নুরের উপর হামলার প্রত্যেকটা রক্তের ফুটার জবাব কড়ায় গন্ডায়’ দেওয়া হবে। চব্বিশ ঘন্টার ভিতরে এর বিচার করতে হবে। হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাই। বক্তারা আরো বলেন, এই জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হউক । যারা ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
এ সময় সুনামগঞ্জ গণঅধিকার পরিষদের আরও উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক তিমন চৌধুরী, প্রচারর সম্পাদক এ এস মাসুম আহমদ, সদর উপজেলার সভাপতি মুশাহিদ মিল্টন, সিনিয়র সহ-সভাপতি এ এইজ ফরহাদ,
সদর উপজেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলার সংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন শান্ত সহ আরো অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.