 
     কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি 
সম্প্রতি কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, চুরি-ছিনতাই, প্রতারক চক্রের উৎপাত এবং নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ইতিমধ্যে কক্সবাজার টুরিস্ট পুলিশে জয়েন্ট করলেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
বীচ পর্যবেক্ষণ এসে তিনি পর্যটকদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেয়। এবং পর্যটক রা যেন ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে সে জন্য সকলকে সচেতন হতে অনুরোধ করেন।
সমুদ্র পাড়ে,, আইনশৃঙ্খলার অবনতি সম্পর্কে বলেন -পর্যটন জোনে অপরাধীদের কোন স্হান হবে না, পর্যটকরা শান্তি পূর্ণ ভাবে কক্সবাজার ভ্রমন করবে এই সেবাটুকু নিশ্চিত করতে চাই।
স্থানীয় ক্ষুদ্র পাড়ের ব্যবসায়ীরা বলেন আপেল স্যার আগেও ছিলো তখন আমাদের বীচের একটা শৃঙ্খলা ছিল অপরাধ প্রবণতা কম ছিলো, এখন আবার আপেল স্যার জয়েন্ট করাতে আমরা মনে করছি বীচের শৃংখলা ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.