মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে ছাড়পত্র বিহীন তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকা জরিমানা করেছে রংপুর পরিবেশ অধিদপ্তর।মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।এসময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান।
দণ্ডপ্রাপ্ত ইটভাটা গুলো হলো- গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকার নজেল মিয়ার এমসিবি ব্রিকস, পাশের বাদশা মিয়ার বিবিএফ ব্রিকস ও দোকানঘর এলাকার টিপিএল ব্রিকস।এর মধ্যে এমসিবি ব্রিকসকে আট লাখ, টিপিএল ব্রিকসকে সাত লাখ ও বিবিএফ ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটাগুলোকে এ জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.