মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরটেকী নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৪) এবং গুরুতর আহত বোরহান উদ্দিনের মেয়ে ইমা আক্তার বর্ষা (১৫) চিকিৎসাধীন রয়েছে। তারা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার সময় চরটেকী নামাপাড়া এলাকায় পৌঁছালে ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন ছাত্রী। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হয় তারা। পরে, ঘটনা স্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: বিল্লাল হোসেন বলেন, নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। মৃতদের জন্য উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে দাফন-কাফনের আর্থিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.