মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল মিয়া (২২) নামের এক কনস্ট্রাকশন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে পৌরসদরের হাপানিয়া এলাকার পলিগ্যান স্কুল সংলগ্ন আসাদ মিয়ার ভবনের ৪ তলায় এ ঘটনা ঘটে। সে চরফরাদী ইউনিয়নের গাংধারচর এলাকার গ্রাম পুলিশ মোঃ শরিফ মিয়ার ছেলে।
জানা যায়, শাকিল মিয়া কনস্ট্রাকশন শ্রমিকের কাজ করতো। শনিবার সকালে হাপানিয়া এলাকার আসাদ মিয়ার ভবনের ৪ তলায় কাজ করতে যায়।
সেখানে দুপুর ১২ টার দিকে ভবন সংলগ্ন বিদ্যুতের মেইন তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিল মিয়াকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাশ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,অভিযোগ পাপ্তীসাপেক্ষ ব্যাবস্হা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.