মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ হারুন রশীদ জুয়েলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভূঁইয়া বাজার সাটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চার দোকান সংলগ্ন হামলার ঘটনায় ঘটিয়েছে। এতে তিনি গুরুত আহত হয়েছেন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন এলাকার লোকজন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ জুয়েল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানিয়েছেন, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের একটি সড়কের কাজ দেখতে যান ভাইস-চেয়ারম্যান জুয়েল।
সেখানকার একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বেলা ১টার দিকে তার ওপর হামলার ঘটনা ঘটে। দুটি মোটর সাইকেল ও একটি ব্যাটারি চালিত অটোরিকায় কয়েকজন এসে তার ওপর চড়াও হয়।
এ সময় সন্ত্রাসীরা কুপিয়ে জুয়েলকে গুরুতর আহত করেন
পরে স্থানীয়নো লোকজন এসে তাকে উদ্ধার করেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.