মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
পাকুন্দিয়া উপজেলার সীমান্তবর্তী থানারঘাট ব্রিজের পর (কাপাসিয়া অংশে) 'অনন্যা ক্লাসিক' বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ (৩১ জানুয়ারি) শুক্রবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই বাসে থাকা কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার বর্মণ। এতে তার মোবাইলসহ টাকা পয়সা নিয়ে গেছে ডাকাতদল।
সকাল সাড়ে ৭ টার তিনি তার ফেসবুকে লিখেছেন, 'আজ ভোর ৫.০০ টায় ঢাকাগামী ডাকাতি হয়েছে। আমার মোবাইল টাকা সব নিয়ে গেছে।' এরপর স্বপন কুমার বর্মণের নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।
অনন্যা ক্লাসিকের থানারঘাট কাউন্টারমাষ্টার আলী পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ৪র্থ বাসটি ভোর সাড়ে ৪ টার দিকে পাকুন্দিয়ার থানারঘাট ব্রিজ পাড় হতেই ডাকাতদলের কবলে পড়ে। এ সময় ডাকাতরা রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকত করে।
বাসের ড্রাইভারের বরাত দিয়ে কাউন্টার মাষ্টার আলী হোসেন জানান, ১০-১২ জনের মুখোশপড়া ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে বাসটিতে প্রবেশ করে সবাইকে জিম্মি করে।
পরে বাসে থাকা একজন প্রবাসীসহ মোট ৭ জনের টাকা, মানিব্যাগ ছিনিয়ে নেয় ডাকাতরা।
এ দিকে 'থানারঘাট ব্রিজের পাকুন্দিয়া অংশে চেকপোস্টে পুলিশ থাকলেও টোক অংশের চেকপোস্টে পুলিশ থাকে না'- যুক্ত করেন আলী হোসেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, থানারঘাটে আমাদের চেকপোস্ট আছে। সকাল পর্যন্ত পুলিশ ডিওটি পালন করে। যেহেতু ব্রিজের ওইপাড়ে ঘটনাটি ঘটেছে সেহেতু আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। তারপরও খোঁজখবর নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.