মোঃ শাহারিয়ার আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের চন্দ্রকার্বারী পাড়ায় অভিযানে চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল/২০২৫) দুপুর ১২টায় এ অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক জগৎ মিত্র চাকমার পরিত্যক্ত মাটির ঘরে কতিপয় সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে ওসি জসীম উদ্দীন এর নেতৃত্বে পুলিশের দল অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী পালিয়ে যায়। পানছড়ি থানার ওসি জসীম উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক সন্ত্রাসীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.