বিশেষ প্রতিনিধি
সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার (৯০) ওরফে শামুদা পানিতে ডুবে মারা গেছেন। বুধবার সকাল ১০টায় চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামে নিজ বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেন।
শামছুল হুদা মজুমদারের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। তিনি একাই বাড়িতে থাকতেন। গতকাল রাতে সম্ভবত তিনি নামাজের অজু করতে পুকুরে যান। সেই সময় হয়তো তিনি পানিতে পড়ে যান। আজ (বুধবার) সকাল ১০টায় বাড়ির মহিলারা তার মরদেহ পুকুরে দেখতে পায়। পরে এলাকাবাসী ছুটে এসে সামুদার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, বুধবার এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করে আলোচিত ও সমালোচিত হয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাস করছেন। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই শামুদা হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্যবোধ করতেন। শামুদার বেশ কয়েকটি উক্তি উপজেলার মানুষের কাছে পরিচিতি পায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.