মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
পাবনায় পরকীয়া প্রেমের জেরে আতাইকুলা থানার মধুপুর দক্ষিণপাড়া গ্ৰামের আব্দুর রউফ (৫০) নামের এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে আতাইকুলা থানার জোরাদহ গ্রামে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রউফ আতাইকুলা থানার মধুপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।
নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০ টার দিকে তার মোবাইল সেটটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মৃতদেহ পড়ে আছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকিয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.