সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
গত ২৮ অক্টোবর মহাসমাবেশ এবং এর পরবর্তী হরতাল অবরোধ চলাকালীন সময়ে পাবনা জেলা তে বিএনপি এবং জামায়াত ইসলাম এর বিরুদ্ধে মামলা হয়েছে মোট ২২ টি।
এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মোট ৩৫১ জন নেতা কর্মীকে। এর মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৫৯জন এবং জামায়াত ও ছাত্র শিবিরের ৯৫ জন নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ সুত্রে এ সব তথ্য পাওয়া গেছে। পুলিশ বলছে, এ সব গ্রেফতার কৃত দের অধিকাংশই বিভিন্ন সময়ের নাশকতা মামলার আসামী এবং কারো কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এ ছাড়াও হরতাল অবরোধ চলাকালীন সময়ে যারা নাশকতার সাথে জড়িত তাদের কেও গ্রেফতার করা হয়েছে।
তবে বিএনপি ও জামায়াত সুত্রে জানা গেছে, গ্রেফতার কৃত দের অধিকাংশই জামিনে মুক্ত ছিলেন। চলমান আন্দোলন কে বাধাগ্রস্ত করতে তাদের গ্রেফতার করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে। গ্রেফতার আতংকে হাজার হাজার নেতা কর্মী নিজ বাড়িতে অবস্থান করতে পারছে না ।
প্রতিদিনই বাড়িতে পুলিশ হানা দিচ্ছে।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ মন্টু বলেন, সরকার একতরফা নির্বাচন ও চলমান আন্দোলন কে বাধাগ্রস্ত করতে আমাদের নেতাকর্মী দের গ্রেফতার করছে। গ্রেফতার আতংকে আমাদের হাজার হাজার নেতাকর্মীরা এখন ঘরছাড়া।
জামাতের নেতাকর্মীরাও একই ধরনের কথা বলেছেন।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, চলমান পরিস্থিতি তে আমাদের অভিযান চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে। আইন সৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.