পাবনা প্রতিনিধি: ৯ আগষ্ট, বুধবার, সন্ধ্যা ৭:৩০ টা দৈনিক সিনসা কার্যালয়ে সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় সাথে পালন করা হয়। সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন। আমি তাঁর মৃত্যু দিবসে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি গীতিকার এনামুল হক চৌধুরী টগর এবং চারণ কবি আলহাজ্ব আমিনুর রহমান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাকটর আলী আকবর মিয়া রাজু, আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা। কবিকে নিবেদন করে নিবেদিত কবিতা পাঠ করেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, কবি অমিত হাসান জাফর আদনান ও পাবনার অন্যান্য কবি-সাহিত্যিকগণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.