চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটি (এনপিসি)-র চেয়ারম্যান চাও ল্যচি এবং জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চেয়ারম্যান ওয়াং হুনিং, গত (সোমবার) বেইজিংয়ে পৃথকভাবে, স্লোভেনিয়ার জাতীয় পরিষদের সভাপতি মার্কো লোট্রিচ-এর সাথে বৈঠক করেন।
বৈঠকে চাও ল্য চি বলেন, চীন ও স্লোভেনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৩ বছরে, সর্বদা একে অপরের সাথে সমান আচরণ করা, পরস্পরকে সম্মান ও বিশ্বাস করা, এবং পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফল অর্জন করার নীতি মেনে চলেছে দুই দেশ। বর্তমানে দু’দেশের সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে। বিভিন্ন পর্যায়ের যোগাযোগও ঘনিষ্ঠতর হয়েছে। এনপিসি দু’দেশের বিভিন্ন পর্যায়ের আইন প্রণয়নকারী সংস্থাসমূহের মধ্যে যোগাযোগ গভীরতর করতে,ল এবং দেশ প্রশাসনে অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে চায়।
বৈঠকে ওয়াং হু নিং বলেন, চীন স্লোভেনিয়ার সাথে বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ বাড়াতে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করতে, হাতে হাত রেখে উন্নয়ন করতে চায়। সিপিপিসিসি স্লোভেনিয়ার জাতীয় পরিষদের সাথে পারস্পরিক শিক্ষা গভীরতর করতে ইচ্ছুক।
বৈঠকগুলোতে লোট্রিচ বলেন, তার দেশ 'এক-চীননীতি'-তে অবিচল থাকবে। তার দেশ চীনের ধারাবাহিক বিশ্ব উদ্যোগের প্রশংসা করে। তিনি চীনের সাথে আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় একযোগে কাজ করতে চান বলেও উল্লেখ করেন।
সূত্র: প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.