কক্সবাজারের উখিয়া উপজেলার সনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান পালংখালী তাজমান হাসপাতালের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি হাসপাতালের হলরুমে বনভোজন ও মিলন মেলার আয়োজন করা হয়।তাজমান হাসপাতালের প্রধান উপদেষ্টা,পালংখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আলহাজ্ব মাও: ডা: কবির আহমদের সভাপতিত্বে গিয়াস উদ্দিন মুন্নার কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন-ডা:মোহাম্মদ ইসমাইল,ডা:পলাশ ধর,ডা:রোকসানা আক্তার,ডা: সাদিয়া রহমান,ডা:জয়নব আক্তার,ডা:সাদ্দাম হুসাইন, উখিয়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, মারজান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন- তাজমান হাসপাতালের চেয়ারম্যান, আবুল আলা রোমান, তাজমান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, আ:মো: মুজাহিদ রাইহান,তাজমান হাসপাতালের ভাইস চেয়ারম্যান, এডভোকেট সাইফুল্লাহ খালেদ, কাসমান হাসপাতালের শেয়ার হোল্ডার, জাফর আলম, জসীম উদ্দীন, জামাল হোসেন, তানভীর রহমান, তাজমান হাসপাতালের C.U. ওমর ফারুক, এডমিন, মিজানুর রহমান, ম্যানেজার, গিয়াস উদ্দিন,ইনচার্জ, সাহেদ সারওয়ার, হাসপাতালের নার্স, টেকনোলজিস্ট এবং স্টাপবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিন অংশে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রথম অংশে আলোচনা সভার আয়োজন করা হয়,দ্বিতীয় অংশে সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন করা হয়।তৃতীয় অংশে সকল অতিথি ও স্টাপবৃন্দ ভোজনে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.