রাজধানীর একুশে বই মেলায় গ্রন্থ উন্মোচন উন্মুক্ত মন্চে সন্ধ্যা সাড়ে ৭ টায় একুশে বই মেলায় রাঙামাটির ভাষাসৈনিক ভাষাসৈনিক এ কে এম মকছুদ আহমদ এর লেখা বই পাহাড়ে সংবাদপত্র ও প্রকাশনা সমাচার বই এর মোড়ক উন্মোচন করা হয়েছ। বিশিষ্ট সাহিত্যিক ড,জাফর ইকবাল এই বইয়ের মোড়ক প্রচারনা উন্মক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান প্রফেসর এম শরীফুল ইসলাম, টিমুনী খান রিনো, কবি রুমানা জামানসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.