নাহিদ জামান, খুলনা
ট্রলারে উঠার সময় পা পিছলে নদীতে পড়ে যাওয়া যুবকের লাশ ৪ দিন পর উদ্ধার।
খুলনায় গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় জেলখানা ঘাটে ট্রলারে উঠার সময়, রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের মো. এস্কেনদার লস্কার এর ছেলে পরশ লস্কার পা পিছলে নদীতে পড়ে গিয়ে নিখোজ হয়।
নদীতে পড়ে যাওয়ার ৪ দিন পর ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তার লাশ রূপসা নদীর কাস্টমঘাট থেকে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.